সাকিব-মুশফিক-রিয়াদে আস্থা রাখছেন ডমিঙ্গো

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 06:29:24

স্কটল্যান্ডের বিপক্ষে দলের হারের জন্য তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে দায়ী করেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির এ কথায় কান দিতে নারাজ ডমিঙ্গো। এনিয়ে কোনো কথা বলতেই রাজি হননি।

বোর্ড সভাপতির কথায় ব্যস্ত না হয়ে ক্রিকেটারদের পাশে থাকতে চান ডমিঙ্গো। যাতে খেলোয়াড়রা তাদের সেরাটা উপহার দিতে পারেন। দক্ষিণ আফ্রিকান এ ক্রিকেট গুরু জানালেন সেই কথা, ‘আমি এখানে প্রেসিডেন্টকে নিয়ে কথা বলতে আসিনি। সবারই নিজের মতামত দেওয়ার অধিকার আছে। আমার দিক থেকে, আমি আমার ক্রিকেটারদের সমালোচনা করব না। ওদের ওপর পূর্ণ বিশ্বাস আছে আমার, পুরো আস্থা আছে। দলের বাইরের যা কিছু, আমার কাছে তা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। আমার মনোযোগ পুরোপুরি আমার দলের ওপর এবং এটা নিশ্চিত করায় যে আমরা শতভাগ ওদের পাশে আছি যেন ওরা দারুণ পারফরম্যান্স দেখাতে পারে। ‘

তবে ব্যাটিং ছন্দে না থাকলেও এখনো সাকিব, মুশফিক ও রিয়াদের ওপর আস্থা রয়েছে ডমিঙ্গোর, ‘ওদের কখনোই বোঝা বলা যাবে না। ওরা বিশ্বমানের। ওরা নিজেরাও জানে, যে পর্যায়ে খেলতে তারা অভ্যস্ত, এই ম্যাচে তা খেলতে পারেনি। তবে বাংলাদেশের জন্য ওরা চ্যাম্পিয়ন ক্রিকেটার। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন করার কোনো কারণই আমার কাছে নেই।’ 

কোচ ডমিঙ্গোর প্রত্যাশা খুব শিগগিরই ফর্মে ফিরবেন সাকিব-মুশফিক-রিয়াদরা, ‘কিছুদিন আগেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়েছে রিয়াদ। প্রস্তুতি ম্যাচ না খেলায় হয়তো তার অস্বস্তি ছিল। কিন্তু তার মান নিয়ে প্রশ্ন কখনোই তুলব না। ওদের কাছ থেকে দারুণ পারফরম্যান্স এই এলো বলে।’

এ সম্পর্কিত আরও খবর