বল হাতে ঠিক সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব আল হাসান। চার ওভার বোলিং করে থেকে যান উইকেটশূন্য। তবে ২৮ রান খরচ করেও দিল্লী ক্যাপিটালসকে অল্প সংগ্রহে আটকে দেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
সাকিবের বলে স্টাম্পিংয়ের সুযোগ পেয়েছিল কলকাতা। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি কেকেআর উইকেটরক্ষক দিনেশ কার্তিক। ব্যাটিংয়ে নেমে ভক্ত-সমর্থকদের রীতিমতো হতাশায় ডুবান সাকিব। দুই বল খেলে রবিচন্দ্রন অশ্বিনের এলবিডব্লিউ’র ফাঁদে কাটা পড়ে তার উইকেট।
তবে দুরন্ত ফিল্ডিংয়ে দলে নিজের গুরুত্বটা বুঝিয়ে দিয়েছেন সাকিব। বুধবার, ১৩ অক্টোবর আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দাপুটে ফিল্ডিং পারফরম্যান্সের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন সাকিব। কেড়ে নিয়েছেন ‘পারফেক্ট ক্যাচ অব দ্য ম্যাচ’ অ্যাওয়ার্ড।
দিল্লি ক্যাপিটালসের ইনিংসের ১৫তম ওভারে চমৎকার এক ক্যাচ লুফে নেন সাকিব। ওভারের প্রথম বলেই বরুণ চক্রবর্তীকে উড়িয়ে মারেন শিখর ধাওয়ান। ব্যাকওয়ার্ড পয়েন্টে দৌড়ে গিয়ে অসাধারণ দক্ষতায় ডাইভ দিয়ে বল তালুবন্দী করেন সাকিব।
সাকিবের এই ক্যাচের সুফলও পায় কলকাতা। কমে যায় দিল্লীর রানের গতি। ৩৯ বলে ৩৬ রানে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। বেঁচে গেলে উইকেটে সেট হওয়া ধাওয়ান হয়ে উঠতে পারতেন বিধ্বংসী। কিন্তু সাকিব দুর্বার ক্যাচ নিয়ে তা হতে দেননি।
এ ক্যাচের জন্য এক লাখ রুপির প্রাইজমানি পেয়েছেন সাকিব। পরে তো ৩ উইকেটের জয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় সাকিবের দল। আগামীকাল শুক্রবার, ১৫ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচ তৃতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সাকিবের কলকাতা।