দ্বিতীয় ও শেষ অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে বোলিংয়ে ভালো করতে পারেনি টাইগাররা। আবুধাবিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ড গড়েছে ১৭৭ রানের পুঁজি ।
অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি ৫০ বলে সংগ্রহ করেন ৮৮ রান। ডেলানির ইনিংসটি সাজান তিন বাউন্ডারি ও আট ছক্কায়।
তার সঙ্গে অ্যান্ড্রু বালবার্নি ২৫, হ্যারি টেক্টর ২৩ ও ওপেনার পল স্টার্লিং ২২ রান যোগ করেন দলীয় স্কোরে।
তাসকিন আহমেদ ৪ ওভারে ২৬ রান খরচ করে নেন ২ উইকেট।
মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম দুজনেই চার ওভারে দেন ৪০ রান। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ৩ ওভারে ৩৩ রানে পান এক উইকেট।
আর অফ-স্পিনার শেখ মেহেদী ৩ ওভারে ১৫ রান দিয়ে থেকে যান উইকেট শূন্য।