আইরিশদের বিপক্ষেও নেই মাহমুদউল্লাহ, ফিল্ডিংয়ে লিটনরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 01:43:32

আজ বৃহস্পতিবার, ১৪ অক্টোবর আবার প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে আয়ারল্যান্ডকে মোকাবেলা করছে দেশের ক্রিকেটাররা। দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ।

খেলা হচ্ছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। তবে ক্রিকেট অনুরাগীদের জন্য মন খারাপ করার খবর হলো শ্রীলঙ্কা ম্যাচের মতো এই ম্যাচটিও উপভোগ করা যাবে না টিভির পর্দায়।

পিঠের চোটের জন্য আগের ম্যাচ দুটিতে খেলেননি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলকে নেতৃত্ব দেন লিটন দাস। এ ম্যাচেও নেই টাইগারদের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। তাই আজও দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। 

আইপিএলের ব্যস্ত সূচি শেষে ফেরায় শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে ছিলেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে একাদশে আছেন তিনি। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন রুবেল হোসেনও। এ ফাস্ট বোলার অবশ্য দলের সঙ্গে রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে। 

আর আইপিএলের ফাইনাল খেলে জাতীয় দলে যোগ দেবেন সাকিব আল হাসান।

আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ওমানের 'এ' দলকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছিল টাইগাররা। কিন্তু প্রথম অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঘটে ছন্দপতন। দৃষ্টিকটু ভাবে চার উইকেটে হেরে বসে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ টাইগারদের জয়ের ফেরার পালা। যে করেই হোক জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করতে চায় দেশের ছেলেরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

এ সম্পর্কিত আরও খবর