গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফর শেষে পাকিস্তানে পা রেখেও খেলেনি নিউজিল্যান্ড। খেলা মাঠে গড়ানোর আগ মুহূর্তে নিরাপত্তাহীনতার শঙ্কায় সিরিজ বাতিল করে দেশে ফেরে কিউইরা। তাদের দেখাদেখি পুরুষ ও নারী দলের সফর স্থগিত করে ইংল্যান্ড। পরে নারী দলের পাকিস্তান সফরের সিদ্ধান্ত পাল্টায় শ্রীলঙ্কাও।
নিউজিল্যান্ড-ইংল্যান্ড-শ্রীলঙ্কার এমন কাণ্ডে যারপরনাই কষ্ট পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়কের মতে, ক্রিকেট দুনিয়া এখন শাসন করছে ভারত। পাকিস্তানের জায়গায় ভারত থাকলে কেউ এমন সাহস দেখাতে পারত না।
মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান জানান নিজের হতাশার কথা, ‘ইংল্যান্ড হতাশ করেছে। আমার মনে হয়, ইংল্যান্ড এখনো চিন্তা করে তারা পাকিস্তানের মতো দেশের সঙ্গে খেলে বরং সহায়তাই করে। এর কারণ হচ্ছে অর্থ।’
ক্রিকেট দুনিয়ার নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে। মোড়ল হওয়ার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সিরিজ বাতিল বা স্থগিতের অজুহাত দাঁড় করাতে সাহস পায় না কেউ,‘ক্রিকেটারের সঙ্গে ক্রিকেট বোর্ডের জন্যও অর্থ এখন বড় প্রভাবক। আর অর্থ আছে ভারতের। যে কারণে আসলে ভারতই এখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক। তারা ক্রিকেটের সব নিয়ন্ত্রণ করছে। তারা যা বলে তাই হয়। কেউই ভারতের সঙ্গে এমন (সফর স্থগিত বা বাতিল) সাহস দেখাবে না। কারণ সবাই জানে, এখানে আর্থিক ব্যাপার জড়িত। ক্রিকেটে সবচেয়ে বেশি আয় করে ভারত।’