এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার ছাড়পত্র পেয়েছেন তামিম ইকবাল। হাঁটুর চোট কাটিয়ে প্রায় দুই মাস পর নেপালের এই টুর্নামেন্ট দিয়ে মাঠের লড়াইয়ে ফিরবেন দেশসেরা এ ওপেনার।
বিসিবি'র ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে খবরটি নিশ্চিত করেছেন।
চোটের জন্য জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দর্শক হয়ে ছিলেন তামিম।
ইনজুরি আর তরুণদের জায়গা করে দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়িয়েছেন বাঁহাতি এ উদ্বোধনী ব্যাটসম্যান। তবে মাঠে ফেরার প্রস্তুতি নিতে ১৯ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করেছেন তামিম।
২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে ইপিএল।