আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দাপট দেখাল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের দুরন্ত পারফরম্যান্সের কাছে পাত্তাই পেল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রীতিমতো তুসের ঘরের মতো ধসে পড়ল ক্যাপ্টেন বিরাট কোহলির দল।
সাকিব আল হাসানহীন কলকাতা ম্যাচ জিতল ৯ উইকেটের বড় ব্যবধানে। এবং জয়টা আসলো ৬০ বল হাতে রেখে।
আবুধাবিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯২ রানের পুঁজি গড়ে আরসিবি।
কলকাতার হয়ে আন্দ্রে রাসেল ও ম্যাচ সেরা বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নেন।
দেবদূত পাডিকাল ২২, শ্রীকর ভারত ১৬ ও গ্লেন ম্যাক্সওয়েল ১০ রান যোগ করেন দলীয় স্কোরে। দুটি উইকেট নেন লকি ফার্গুসন।
জবাবে দুই ওপেনার শাবমান গিল (৪৮) ও ভেঙ্কাটেশ আইয়ারের (৪১*) ব্যাটিং দৃঢ়তায় ১০ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ৯৪ রান তুলে ফেলে কলকাতা। একমাত্র উইকেটটি নেন যুজবেন্দ্র চাহাল।