সেঞ্চুরির কাছাকাছি গিয়েও পারেননি নাজমুল হোসেন শান্ত। নার্ভাস নাইনটিতে ফিরতে হয়েছে তাকে। চার রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেন টপ-অর্ডার ব্যাটসম্যান শান্ত (৯৬)। সেঞ্চুরির আভাস দিয়েও পারেননি ইরফান শুক্কুরও। তিনি ফেরেন ৮৫ রানের দাপুটে এক ইনিংস খেলে। ১৭৪ বলের ইনিংসটি সাজান তিনি ২ ছক্কা ও ১০ চারে। সঙ্গে সাদমান ইসলাম সংগ্রহ করেন ৫৮ রান।
তাদের ব্যাটিং দৃঢ়তায় প্রথম চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৩৩৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশ ‘এ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ উইকেটে ২৬০ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের শুরু করে ‘এ’দল । পেসার সুমন খান ৫৬ রান দিয়ে নেন ৪ উইকেট। হাসান মুরাদ নেন দুটি উইকেট।
দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি এইচপি দল। ‘এ’ দলের বোলিং তোপে বিপদে পড়ে গেছে তারা। শুক্রবার দ্বিতীয় দিনের শেষ দিকে ৪১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে এইচপি দল। ‘এ’ দল এখনো ২৯৮ রানে এগিয়ে। নাঈম দুটি আর শহীদুল নেন একটি উইকেট।