নাসির হোসেন বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৮ সালের শুরুতে। এরপর কেটে গেছে তিন তিনটি বছর। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি তার। তবে আশায় আছেন। আবার ফিরবেন দলে। খেলবেন টাইগারদের হয়ে। পূরণ করবেন স্ত্রী তামিমা তাম্মির ইচ্ছা।
আজ বুধবার, ১৫ সেপ্টেম্বর মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে গিয়েছিলেন নাসির হোসেন। সেখানেই জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা সাংবাদিকদের জানান, ‘অবশ্যই আমি চেষ্টা করব স্ত্রীর ইচ্ছা পূরণ করার। যতদিন ক্রিকেট খেলব আমি চেষ্টা করব জাতীয় দলে যেন ফিরতে পারি। আমার মনে হয়, এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যেন জাতীয় দলে কামব্যাক করতে পারি।’
জাতীয় দলে ফেরার জন্য অনুশীলন আর ফিটনেস কার্যক্রমের ওপর নজর দিচ্ছেন নাসির বলেন, ‘ফেরার জন্য আসলে অবশ্যই অনুশীলনের কোনো বিকল্প নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাব। তো অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে।’
ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাসাতে চান নাসির। হতে চান সর্বোচ্চ রান সংগ্রাহক। তারকা এ অলরাউন্ডার বলেন, ‘ঘরোয়া লিগে আমি সবসময়ই চেষ্টা করি টপ রান গেটার হব। এটাই সবসময় চেষ্টা করি। এবারও যখন (জাতীয় লিগ) শুরু হবে, এটাই আমার লক্ষ্য থাকবে যেন আমি টপ রান গেটার হতে পারি।’