টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের সীমিত ওভারের নেতৃত্ব ছাড়বেন বিরাট কোহলি। এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে। গুঞ্জনটা উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানান, ভারতের নেতৃত্বে থাকবেন কোহলিই। তার ওপর বোর্ডের পূর্ণ আস্থা আছে।
জয় শাহ বলেন, 'এমন কোনো প্রস্তাব নেই। দলকে বিরাটই নেতৃত্ব দিবে। তার প্রতি আমাদের সমর্থন আছে।'
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুন সিং ধুমালও খবরটিকে ভিত্তিহীন বলছেন, 'এই বিষয়টি নিয়ে আমরা বেশ ক্ষুব্ধ। এমন একটি প্রস্তাব ভারতের ক্রিকেটের জন্য ভালো কিছু নয়, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে এর প্রভাব পড়তে পারে।'