১৯ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে স্থগিত হওয়া আইপিএল। ভারতীয় এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি অংশে খেলতে ইতিমধ্যে দুবাই পৌঁছে গেছেন সাকিব আল হাসান। মাঠের ব্যস্ততা শুরু হওয়ার আগে নিজের পছন্দের আইপিএলের সর্বকালের সেরা একাদশ জানিয়ে ক্রিকেট অনুরাগীদের চমকে দিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
সাকিবের গড়া একাদশে জায়গা পাননি মারকুটে ব্যাটার ক্রিস গেইল ও ৩৬০ ডিগ্রী খ্যাত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
সাকিবের পছন্দের একাদশে ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার। তিন নম্বর পজিশনে বিরাট কোহলির ওপরই আস্থা রেখেছেন এ ক্রিকেট মহাতারকা।
মিডল অর্ডারে সাকিব রেখেছেন সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুলকে।
অলরাউন্ডারের স্থান দখল করেছেন রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকস। কোনো স্পেশালিস্ট স্পিনার না থাকলেও সঙ্গে আছেন তিন পেসার- লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।
সাকিবের আইপিএল একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ ও ভুবেনেশ্বর কুমার।