ব্যাট হাতে আইচ মোল্লার দাপুটে সেঞ্চুরি পর নাঈমুর রহমান আগুনে বোলিংয়ে শিকার করেন পাঁচ উইকেট। সুবাদে তৃতীয় যুব ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১২১ রানের বড় ব্যবধানে ধসিয়ে দিয়ে বাংলাদেশের যুবারা। দুর্বার এ জয়ে সিরিজ জিতে নিয়েছে দেশের সোনার ছেলেরা।
এনিয়ে টানা তিন ম্যাচ জিতল জুনিয়র টাইগাররা। সুবাদে দুই মাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিল তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে আইচের ১০৮ রানের দাপুটে ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটের বিনিময়ে গড়ে ২২২ রানের বিশাল পুঁজি।
ম্যাচ সেরা আইচ মোল্লার শতকের সঙ্গে আব্দুল্লাহ আল মামুন ৩২* রানের হার না মানা ইনিংস খেলেন। ওপেনার মফিজুল ইসলাম ২৭ ও তাহজিবুল ইসলাম ১৮ রান যোগ করেন দলীয় স্কোরে।
জবাবে নাঈমুরের দুরন্ত বোলিংয়ে সফরকারীরা ৩৯.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১০১ রানে। আফগানদের হয়ে বিলাল সাইদী ২২, ইজাজ আহমেদ ২১, সুলিমান ১৮ ও জাহিদুল্লাহ সালিমি ১৩ রান করেন।
বাঁহাতি স্পিন জাদুতে নাঈমুর ১৭ রান খরচায় শিকার করেন পাঁচ উইকেট। আগের ম্যাচেও অসাধারণ বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছিলেন তিনি। ১৪ রান দিয়ে শিকার করেছিলেন ৪ উইকেট। আজ রিপন মন্ডল ৩টি ও আরিফুল ইসলাম ২টি উইকেট নেন।