দীর্ঘ ১৭ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন ব্রেন্ডন টেলর। কিন্তু তার বিদায়ের ম্যাচটা ঠিক জয়ের রঙে রাঙাতে পারল না জিম্বাবুয়ে। তৃতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে বিবর্ণ ব্যাটিংয়ে স্বাগতিক আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হার মানল আফ্রিকার সফরকারী দলটি।
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে আসে ৩৮ ওভারে। টস হেরে বেলফাস্টে শুরুতে ব্যাটিংয়ে নেমে বাজে খেলে ৩৪ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৫৭ রানের দাপুটে এক ইনিংস খেলেন ক্যাপ্টেন ক্রেইগ আরভিন।
তিনটি করে উইকেট শিকার করেন জশ লিটল ও ম্যাচ সেরা অ্যান্ডি ম্যাকব্রিন। দুটি উইকেট নেন সিমি সিং।
ডি/এল মেথডে ৩২ ওভারে আয়ারল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১৮। ৫৮ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় আইরিশরা। দুরন্ত ব্যাটিংয়ে ২২.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্য ১১৮ রান ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ওপেনার পল স্টিরলিং ৪৩ ও অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ৩৪ রান সংগ্রহ করেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ ড্র করল দুদল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ভেসে যায় বৃষ্টিতে।