পাকিস্তানের নতুন দুই কোচ হেইডেন-ফিল্যান্ডার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 21:19:20

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন রমিজ রাজা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডে প্রধান নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক এ অধিনায়ক। তিন বছরের মেয়াদে দায়িত্ব পেয়েছেন তিনি। 

শুধু পিসিবি'র চেয়ারম্যান পদেই পরিবর্তন আসেনি। পাকিস্তানের কোচিং স্টাফেও যোগ হচ্ছেন নতুন দুজন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সামনে রেখে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভারনন ফিল্যান্ডার। পিসিবি'র চেয়ারম্যান নির্বাচিত হয়েই সাংবাদিকদের কাছে 

নতুন এ দুই কোচের নিয়োগের কথা নিশ্চিত করেছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।

হেইডেন ও ফিল্যান্ডারের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি। তবে রমিজ জানান, এ দুইজনের সঙ্গে একজন প্রধান কোচও নিয়োগ পাবেন। তবে তার নাম জানাননি তিনি।

পাকিস্তান বিশ্বকাপ দল ঘোষণার পর চাকরি ছেড়ে দেন প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। 

তাদের জায়গায় নিউজিল্যান্ড সিরিজের জন্য সাকলায়েন মুশতাক ও সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক আপদকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

এ সম্পর্কিত আরও খবর