খবরটা আগেই ছড়িয়ে পড়েছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন রমিজ রাজা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডে প্রধান হয়েছেন দেশটির সাবেক এ অধিনায়ক। তিন বছরের মেয়াদে দায়িত্ব পেয়েছেন রমিজ। এমন খবরই দিয়েছে পিসিবি।
এহসান মানির উত্তরসূরি হলেন রমিজ। গত ২৭ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে মনোনয়ন দেন।
পাকিস্তানের সাবেক চতুর্থ ক্রিকেটার হিসেবে পিসিবির প্রধান হলেন রমিজ। তার আগে ইজাজ বাট, জাভেদ বুরকি ও আব্দুল হাফিজ কারদার বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।