আইপিএল খেলতে গেলেন সাকিব, ভিসা জটিলতায় মুস্তাফিজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 21:58:16

আইপিএল খেলতে সাকিব আল হাসানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। বিশ্বসেরা এ অলরাউন্ডার ঢাকা ছাড়লেও মুস্তাফিজ যেতে পারেননি। তারকা এ পেসার ভিসা জটিলতার কারণে রয়ে গেছেন দেশে।

রোববার রাত পৌনে ২টায় দুবাইয়ের ফ্লাইট ধরেছেন সাকিব। ভিসা হাতে পেলে মুস্তাফিজ যাবেন আজ সোমবার, ১৩ সেপ্টেম্বর রাতে।

আইপিএলে সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মুস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। 

ভারতীয় ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের বাকি অংশ আমিরাতের মাটিতে গড়াচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। 

ভারতের পরিস্থিতির অবনতি ও আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ মে স্থগিত হয়ে যায় এ ক্রিকেট আসর। 

এ সম্পর্কিত আরও খবর