নিউজিল্যান্ড সিরিজ শেষ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঝে হাতে খানিকটা সময় রয়েছে। তাই তো জৈব সুরক্ষা বলয় আর ব্যস্ত ক্রিকেট সূচি থেকে ছুটি মিলেছে ক্রিকেটার ও দলের কোচিং স্টাফদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে শুক্রবার রাতেই দক্ষিণ আফ্রিকা উড়ে গেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স ও ফিল্ডিং কোচ রায়ান কুক।
আজ শনিবার, ১১ সেপ্টেম্বর রাতে ইংল্যান্ড যাবেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। বাংলাদেশ দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার নিক লিরও ছুটিতে যাচ্ছেন রাতে।
স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ ফিরবেন শ্রীলঙ্কায়। তবে ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখর সংযুক্ত আরব আমিরাতে যাবেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরবাদে যোগ দিতে।
আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের। বৈশ্বিক এ ক্রিকেট আসরের জন্য আগামী ৪ অক্টোবর ঢাকা ছাড়বে টাইগাররা। ওমানে গিয়ে ক্যাম্প করবেন লাল-সবুজের প্রতিনিধিরা। বিদেশি কোচিং স্টাফের সবাই ছুটি শেষে ওমানে দলের সঙ্গে যোগ দিবেন।