নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে শুরুতে বল হাতে মাঠে নামছে টাইগাররা। টস জিতেই ব্যাটিং বেছে নিয়ে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন সফরকারী দলের ক্যাপ্টেন টম লাথাম।
বাংলাদেশ একাদশে চারটি পরিবর্তন এসেছে। দলে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। বিশ্রামে গেছেন ইনজুরিতে থাকা সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান।
নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন এসেছে তিনটি। দলে ফিরলেন স্কট কুগেলেইজন, বেন সিয়ার্স ও জ্যাকব ডাফি। এ কারণে দল থেকে ছিটকে গেছেন হামিশ বেনেট, ব্লেয়ার টিকনার ও ইনজুরিতে থাকা টম ব্লান্ডেল।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধান নিশ্চিত করেছে টাইগাররা। স্বাগতিকরা আজ সিরিজ শেষ করতে চায় জয়ের রঙে রাঙিয়ে।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম লাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, জ্যাকব ডাফি, এজাজ পেটে ও বেন সিয়ার্স।