নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রথম আসরে খেলতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এজন্য ছাড়পত্র পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে (বিসিবি) আবেদন করেছেন। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
হাঁটুর চোট কাটিয়ে উঠতে এখন পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তামিম। তরুণদের দলে জায়গা করে দিতে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশসেরা এ ওপেনার।
বোর্ডের অনুমতি পেলে ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন তামিম। নেপালের এ আসরে অংশ নিয়েছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল, স্বাগতিক তারকা সন্দ্বীপ লামিচানে ও আফগান ব্যাটার মোহাম্মদ শাহজাদ।
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নেপালের এই টুর্নামেন্টে। অনাপত্তিপত্র পেলে ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তামিম।