সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক লঙ্কানরা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৩ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা।
৪৭ রান করেন চারিথ আসালাঙ্কা। ধনাঞ্জয়া ডি ডিলভা দলীয় স্কোরে যোগ করেন ৩১ রান। ২৯ রান সংগ্রহ করেন দুষ্মন্ত চামিরা।
কেশব মহারাজ শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও জর্জ লিন্ডে।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। হেইনরিচ ক্লাসেন ২২, জানেমান মালান ১৮ ও জর্জ লিন্ডে ১৮, অ্যান্ডিলে পেহলুকওয়েও ১৭ ও ক্যাপ্টেন কেশব মহারাজ ১৫ রান যোগ করেন দলীয় স্কোরে।
লঙ্কানদের হয়ে অভিষিক্ত মহেশ ঠিকশানা একাই শিকার করেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন দুষ্মন্ত চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙা।
ব্যাট-বল হাতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হন দুষ্মন্ত চামিরা।