শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট হাতে তাণ্ডব চালান জানেমান মালান। আদায় করে নেন দাপুটে এক সেঞ্চুরি। পরে বল হাতে আগুন ঝরান তাবরাইজ শামসি। একাই শিকার করেন পাঁচ উইকেট। আর তাতেই বৃষ্টি আইনে ৬৭ রানে জিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা।
কলম্বোতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে জানেমান মালানের দুরন্ত শতকে ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৩ রানের পুঁজি গড়ে অতিথি দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে যায় ৩ ওভার।
৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ১২১ রানের ইনিংস খেলেন ম্যাচ সেরা জানেমান। রিজা হেনড্রিকস ৫১ ও ৪৩ করেন হেইনরিচ ক্লাসেন।
বৃষ্টির কারণে ৪১ ওভারে লঙ্কানদের লক্ষ্য দাঁড়ায় ২৬৫ রান। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ৩৬.৪ ওভারে ১৯৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৭৭ রান করেন চারিথ আসালাঙ্কা।