জিম্বাবুয়ে সফরে ১৫০ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে টেস্ট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও নিজে থেকে কিছু বলেননি। যে কারণে বিভ্রান্তি দূর হচ্ছে না। জট খুলছে না রহস্যের।
টেস্টের শেষ দিন মাঠে নামার সময় রিয়াদকে ‘গার্ড অব অনার’ দেয় সতীর্থরা। টিভি ধারাভাষ্যকাররাও তার অবসরের কথা জানান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে টেস্টের অবসর নিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'এ বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমি অতি শিগগিরই বিস্তারিত জানাব।' এখনো পর্যন্ত কিছু জানাননি তিনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে রিয়াদের টেস্ট অবসর নিয়ে ধোঁয়াশা আরও বেড়ে গেল। পাপন বলছেন রিয়াদের অবসরের বিষয়টা ঝুলে আছে এখনো, 'জানি না (মাহমুদউল্লাহর অবসর)। একটার পর একটা সিরিজ চলছে। বায়ো-বাবল থাকে। বসতে হবে। সবার সামনে হয় না। এটা এখনো পেন্ডিং আছে।'