ব্যাটিংয়ে তৃতীয় দিনটা ভালোই কাটিয়েছে ভারতীয়রা। তাদের দাপুটে ব্যাটিং পারফরম্যান্সই উপভোগ করেছে ক্রিকেট অনুরাগীরা। বিপরীতে ইংলিশ বোলাররা অনেকটাই ছিলেন নিষ্প্রভ। কিন্তু চতুর্থ দিনে অলি রবিনসনের আগুনে বোলিংয়ে সফরকারীদের ব্যাটিং লাইন-আপ তচনচ হয়ে যায়। তার সঙ্গে ধ্বংসযজ্ঞ চালান ক্রেইগ ওভারটনও।
ভারত প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল মাত্র ৭৮ রানে। জবাবে স্বাগতিক ইংল্যান্ড ৪৩২ রানের পাহাড় গড়ে। দুই ইনিংস মিলিয়েও স্বাগতিকদের স্পর্শ করতে পারেনি ক্যাপ্টেন বিরাট কোহলি দল। হেডিংলি টেস্টে জো রুটের দল এক দিন হাতে রেখেই জিতেছে ইনিংস ও ৭৬ রানে।
এ জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতায় ফিরল ইংলিশরা। প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্ট জিতে এগিয়েছিল অতিথি ভারত।
২ উইকেটে ২১৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারতের দ্বিতীয় ইনিংস থেমে যায় ২৭৮ রানে। সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি চেতশ্বর পূজারা। ৯১ রানে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন এ টপ অর্ডার ব্যাটসম্যান। বিরাট কোহলি আউট হন ৫৫ রান তুলে। আগের দিন ওপেনার রোহিত শর্মা দলীয় স্কোরে যোগ করেন ৫৯ রান। শেষ দিনে ব্যাট হাতে লড়াই জমিয়ে তোলার আভাস দিয়েও ৩০ রানের বেশি তুলতে পারেননি রবীন্দ্র জাদেজা।
ম্যাচসেরা অলি রবিনসন একাই শিকার করেন পাঁচ উইকেট। তিনটি উইকেট নেন ক্রেইগ ওভারটন।