পাপনকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ চিকিৎসকের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 23:10:16

ক্রিকেট নিয়ে অনেক বেশি সময় কাটান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে নিজের ব্যবসা ও অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারছেন না। আর স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে তাকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। 

চিকিৎকের পরামর্শ নিয়ে বোর্ড প্রেসিডেন্ট বলেন, ‘আমার একটা খারাপ দিক হচ্ছে হারটা আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়। হারলে আমার বৌ-বাচ্চা সামনে আসে না। ডাক্তার আমাকে বারবার বলেছে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে।’

ক্রিকেটের ব্যস্ততায় অনেকটা সময় চলে যায় পাপনের। এনিয়ে বিসিবি প্রধান বলেন, ‘ক্রিকেট অনেক সময় নিয়ে নিচ্ছে। আমাদের বোর্ড থেকে জালাল ভাই গেল নিউজিল্যান্ড, ববি ভাই গেল জিম্বাবুয়ে। উনারা জানেন, উনারা অবাক হয়ে গেছেন। ভোর থেকে তো খেলা দেখেছি। ওনাদের ওখানে ৭টা বাজলে ফোন দিয়েছি, ব্রেকফাস্টের আগে সবার সাথে কথা বলা। তারপর দল নিয়ে কথা বলা। আসলে ক্রিকেট ইজ টেকিং টু মাচ টাইম।’

আজ বৃহস্পতিবার, ২৬ আগস্ট বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন নিয়ে পাপন বলেন, ‘আসলে এবার বোর্ড মিটিংয়ে ১ তারিখ বা ২ তারিখ যখনই হয়। সেদিন একটু ধারণা পাবেন আপনারা নির্বাচন নিয়ে, এটাতে কোনো সন্দেহ নেই। এবারের নির্বাচন একটু আলাদা হবে। অন্যান্যবারের মতো নাও হতে পারে।’ ব্যতিক্রম বোর্ড নির্বাচনের আভাস দিলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পাপন।

এ সম্পর্কিত আরও খবর