দেশের ক্রিকেট আরও বেশি বিকশিত হবে। তৃণমূল থেকে উঠে আসবে ক্রিকেটার। এ জন্য মাঠের সংখ্যা বাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠ কিনতে চায় বোর্ড।
এনিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন , ‘স্টেডিয়াম নয়, আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানেই পাবো, ক্রিকেট মাঠ কিনব। স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ আর পরিচর্যা ব্যয়বহুল। এজন্য আমরা ক্রিকেট মাঠ কিনতে চাই। যেখানে ক্রিকেটটা নিয়মিত চলবে।’
আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করা নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘আমরা পাইলট প্রকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম শুরু করেছি। আমরা পুরোপুরি তা গঠন করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। তবে আমরা বিভিন্ন জেলায় এ কার্যক্রম শুরু করব। যদিও অনেক জটিলতা রয়েছে। দুই জায়গায় করতে পেরেছি।’
চার বছর পর আজ বৃহস্পতিবার, ২৬ আগস্ট হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা বা এজিএম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে সারা দেশ থেকে ১২০ জনের অধিক কাউন্সিলর অংশ নেন এজিএমে। এজিএম শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। যেখানে অনেক প্রশ্নের জবাবে উঠে আসে তৃণমূল পর্যায়ের ক্রিকেট কাঠামোর প্রসঙ্গ।