আফ্রিদির বোলিং দাপটে জিতল পাকিস্তান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:54:08

শাহীন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০৯ রানে ধরাশায়ী করেছে পাকিস্তান। প্রথম টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ এর সমতায় শেষ করল বাবর আজমরা।

জয়ের জন্য চতুর্থ ইনিংসে ৩২৯ রানের লক্ষ্যে ব্যাট হাতে নেমে শেষ দিনে স্বাগতিক ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ২১৯ রানে।

তিন রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেছেন জেসন হোল্ডার। ৪৭ রান নিয়ে সাজঘরে ফেরেন তিনি। ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৯ ও কাইল মেয়ার্স ৩২ রান যোগ করেন দলীয় স্কোরে।

পাকিস্তানের জয়ের নায়ক শাহিন শাহ আফ্রিদি শেষ দিনেও চালিয়েছেন ধ্বংসযজ্ঞ। শেষ ইনিংসে শিকার করেন তিনি চার উইকেট। পুরো ম্যাচে তার সংগ্রহ দাঁড়ায় ১০ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান: প্রথম ইনিংস: ৩০২/৯(ডি.) ও দ্বিতীয় ইনিংস: ১৭৬/৬(ডি.)। 

ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংস: ১৫০/১০ ও দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩২৯, আগের দিন ৪৯/১) ২১৯/১০, ৮৩.২ ওভার (ব্র্যাথওয়েট ৩৯, পাওয়েল ২৩, জোসেফ ১৭, ব্ল্যাকউড ২৫, মেয়ার্স ৩২, হোল্ডার ৪৭; আফ্রিদি ৪/৪৩, হাসান ২/৩৭, নুমান ৩/৫২)।

ফল: পাকিস্তান ১০৯ রানে জয়ী।

সিরিজ: দুই টেস্টের সিরিজ ১-১ এ ড্র।

ম্যাচসেরা: শাহিন শাহ আফ্রিদি।

সিরিজসেরা: শাহিন শাহ আফ্রিদি।

এ সম্পর্কিত আরও খবর