আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না রয় কাইয়া। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য জিম্বাবুয়ের এ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আইসিসি।
তবে নিজ দেশের ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে ঘরোয়া ক্রিকেটে বোলিং করে যেতে পারবেন এ অফ স্পিনিং অলরাউন্ডার।
গত মাসে বাংলাদেশের বিপক্ষে হারারে টেস্টে অবৈধ বোলিংয়ের অ্যাকশনের অভিযোগ উঠে কাইয়ার বিরুদ্ধে।
করোনা মহামারির কারণে আইসিসির স্বীকৃত কোনো টেস্টিং সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারেননি কাইয়া। তার বোলিংয়ের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল।
তাতে দেখা যায়, বোলিংয়ের সময় কাইয়ার কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রির বৈধ সীমা ছাড়িয়ে যায়। এখন অ্যাকশন শোধরে নিয়ে পরীক্ষার দিতে পারবেন তিনি।