শ্রীলঙ্কার মাটিতে ক্রিকেট সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের। করোনা পরিস্থিতি ও যাতায়াত ব্যবস্থা জটিল হয়ে যাওয়ায় স্থগিত হয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইট বার্তায় জানিয়েছে, আগামী বছর সিরিজটি খেলতে চায় তারা।
তালেবানদের হাতে এখন পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ। দেশটিতে বন্ধ রয়েছে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট। অন্যদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কায় শুরু হয়েছে লকডাউন। ফলে ঝুলে যায় সিরিজ আয়োজনের পরিকল্পনা।
আফগানিস্তান থেকে সড়কপথে পাকিস্তানে যাওয়ার কথা ছিল আফগান ক্রিকেটারদের। পরে পাকিস্তান থেকে দুবাই হয়ে উড়ে যাওয়ার কথা ছিল কলম্বোতে। কিন্তু কোভিড-১৯ এর কারণে পুরো পরিকল্পনা ভেস্তে গেল।