স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু টাইগারদের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:49:28

১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। আসরের উদ্বোধনী দিনেই শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 

১৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদরা খেলবে ওমানের বিপক্ষে। ২১ অক্টোবর লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে লড়বে পাপুয়া নিউগিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করে এমনটা জানিয়েছে আইসিসি।

প্রথম পর্বে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। এ গ্রুপের সব ম্যাচ আয়োজন করবে ওমান। টাইগারদের প্রথম দুই ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে বিকেল ৪টায়।

অন্য দিকে সংযুক্ত আরব আমিরাতে ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে উঠার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া। 

প্রথম পর্বের দুই গ্রুপের চাম্পিয়ন আর রানার্সআপ দল পাবে সুপার টুয়েলভের টিকিট।

প্রথম পর্বে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে বাংলাদেশ খেলবে গ্রুপ-২ এ। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। রানার্সআপ হলে সুপার টুয়েলভে টাইগাররা লড়াই করবে গ্রুপ-১ তে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

২৩ অক্টোবর থেকে শুরু হয়ে সুপার টুয়েলভের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। 

সুপার টুয়েলভে ম্যাচ হবে সব মিলিয়ে ৩০টি। এ পর্বের সব খেলা হবে দুবাই, আবুধাবি ও শারজায়। ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ নভেম্বর।

এ সম্পর্কিত আরও খবর