প্রথম টেস্টে জয়ের স্বপ্ন বুনেছিল ভারত। কিন্তু ট্রেন্ট ব্রিজে বৃষ্টির হানায় অতিথিদের সেই স্বপ্ন আলোর মুখ দেখেনি। ম্যাচ থেকে যায় অমীমাংসিত।
তবে লর্ডসের দ্বিতীয় টেস্টে আর কোনো ঝামেলা হয়নি। এবার ঠিকই জয় ছিনিয়ে নিয়েছে ক্যাপ্টেন বিরাট কোহলির দল। স্বাগতিক ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে দিয়েছে সফরকারী ভারত।
দাপুটে এ জয় দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের প্রথম ম্যাচ হয়েছিল ড্র।
আজিঙ্কা রাহানের পর ফিফটি হাঁকিয়েছেন পেসার মোহাম্মদ শামিও। রাহানে ৬১ রান নিয়ে সাজঘরে ফিরলেও শামি অপরাজিত থেকে যান ৫৬* রানে। জাসপ্রিত বুমরাহ ৩৪* রানে অপরাজিত থেকে যান শামিকে সঙ্গ দিয়ে।
তার আগে চেতেশ্বর পুজারা ৪৫ রান করেন। তাতেই ১০৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত।
ইংল্যান্ডের হয়ে মার্কউড শিকার করেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন অলি রবিনসন ও মঈন আলী।
ইংল্যান্ডের জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে। কিন্তু মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ'র দুরন্ত বোলিংয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১২০ রানে।
ব্যাটিং বিপর্যয়ের মাঝে ৩৩ রান করেন ক্যাপ্টেন জো রুট আর ২৫ রানে জিতেন জস বাটলার।
ভারতের হয়ে সিরাজ একাই শিকার করেন চার উইকেট। বুমরাহ তিনটি ও ইশান্ত শর্মা নেন দুটি উইকেট।
ম্যাচ সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন লোকেশ রাহুল।
ম্যাচসেরা লোকেশ রাহুলের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভারতের ৩৬৪ রানের জবাবে জো রুটের শতকে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৯১।