ওয়েস্ট ইন্ডিজ থেকে অ্যারন ফিঞ্চের আসার কথা ছিল বাংলাদেশে। তার দল অস্ট্রেলিয়া ঠিকই ঢাকায় আসবে। তবে বাংলাদেশে আসতে পারছেন না এ অজি অধিনায়ক। কিন্তু ক্যারিবিয়ান সফর শেষ করেই দেশে ফিরছেন ফিঞ্চ। ডান হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন তিনি।
বার্বাডোজ থেকে লন্ডন ও দোহা হয়ে মেলবোর্নে যাবেন ফিঞ্চ। দেশে ফিরলে তার ডান হাঁটুতে হতে পারে অস্ত্রোপচার। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
অস্ট্রেলিয়া দলের চিকিৎসকরা অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিঞ্চতে পেতে আশাবাদী। তারা বলছেন, অস্ত্রোপচার করা হলে বিশ্বকাপের আগেই ফিটনেস ফিরে পাবেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বকাপ।
অন্য দিকে বাংলাদেশ সফরে আসবে ঠিকই অস্ট্রেলিয়া। কিন্তু সফরে কোনো অনুশীলন ম্যাচ খেলবে না তারা।