প্রথম দুই ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছিল ভারত। তৃতীয় ও শেষ ওয়ানডেতে অবশেষে জয় ছিনিয়ে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে লঙ্কানরা জেতে ৩ উইকেটে। এবং ৪৮ হাতে রেখে।
শেষ ম্যাচ হেরেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।
বৃষ্টির বাগড়ায় ম্যাচের পরিধি কমে আসে ৪৭ ওভারে। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৩.১ ওভারে ২২৫ রান সংগ্রহ করে ভারত।
ভারতের পৃথ্বী শ ৪৯, সঞ্জু স্যামসন ৪৬ ও সিরিজসেরা সূর্যকুমার যাদব ৪০ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন আকিলা ধনাঞ্জয়া ও প্রবীণ জয়াবিক্রম। দুটি উইকেট পান দুষ্মন্ত চামিরা।
জবাবে ম্যাচসেরা অভিষেক ফার্নান্ডো ও ভানুকা রাজাপাকসের ফিফটিতে ৩৯ ওভারে ৭ উইকেটে ২২৭ রানের জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা।
লঙ্কান ওপেনার অভিষেক ৭৬ ও ভানুকা ৬৫ রান সংগ্রহ করেন।
ভারতের হয়ে তিনটি উইকেট শিকার করেন রাহুল চাহার। দুটি উইকেট নেন চেতন সাকারিয়া।