প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এবং সেটা ৮০ বল হাতে রেখেই।
এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ভারত।
কলম্বোতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলঙ্কা।
চামিকা করুনারাত্নে ৪৩*, ক্যাপ্টেন দাসুন শানাকা ৩৯, চারিথ আসালাঙ্কা ৩৮ ও ওপেনার অভিষেক ফার্নান্ডো ৩৩ রান যোগ করেন দলীয় স্কোরে। দুটি করে উইকেট নেন কুলদ্বীপ যাদব, যুবেন্দ্র চাহাল ও দীপক চাহার।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৩৬.৪ ওভারেই জয়ের লক্ষ্য ২৬৩ রান সংগ্রহ করে ফেলে ভারত।
ক্যাপ্টেন শিখর ধাওয়া ৮৬ *, ম্যাচসেরা পৃথ্বী শ ৪৩, সূর্যকুমার যাদব ৩১* ও ইশান কিষান ৫৯ করেন। দুটি উইকেট নেন ধনাঞ্জয়া ডি সিলভা।