আরও একটি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ৩৪ রান সাকিবের বলে সাজঘরে ফিরেছেন ডিওন মেয়ার্স। তার উইকেট হলো দুটি।
শরিফুল ইসলাম পেয়েছেন আরও তিনটি উইকেট। তিনি ফিরিয়েছেন ফিফটি করা ওয়েসলি মাধেভেরেকে (৫৬), লুক জঙ্গে ও ব্লেসিং মুজারাবানিকে। তার উইকেট এখন চারটি।
তার আগে বিশ্বসেরা এ অলরাউন্ডার বিদায় করেন রেগিস চাকাভাকে। ২২ রান নিয়ে সাকিবের স্পিন জাদুতে বোল্ড হয়েছেন চাকাভ।
তার আগে ব্যাট হাতে শুরুতে মাঠে নেমে শুরুটা মোটেই ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। দলীয় স্কোরে ৩ রানের মাথায় স্বাগতিকরা হারিয়ে ফেলেছে ওপেনার তিনাশে কামুনহুকামউইয়ের উইকেট। পেসার তাসকিন আহমেদের বলে এক রান নিয়ে আফিফ হোসেনের তালুবন্দী হন তিনাশে।
পরে স্পিনার মেহেদী হাসান মিরাজ ফিরিয়ে দিয়েছেন তাদিওয়ানাশে মারুমানিকে। মিরাজের বলে বোল্ড হওয়ার আগে এ ওপেনার যোগ করেন ১৩ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭.২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।