জানেমান-ডি ককের শতকে জিতল দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 04:54:22

প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে আয়ারল্যান্ডের কাছে হার মানে দক্ষিণ আফ্রিকা। অবশেষে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল প্রোটিয়ারা।

স্বাগতিক আইরিশদের ৭০ রানে ধরাশায়ী করেছে দক্ষিণ আফ্রিকা। দাপুটে এ জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতা নিয়ে শেষ করল তারা। 

ডাবলিনের মালাহাইডে টস জিতে ব্যাটিং বেছে নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট হাতে নেমে জানেমান মালান ও কুইন্টন ডি ককের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৩৪৬ রানের পাহাড়সম পুঁজি দাঁড় করায় প্রোটিয়ারা।

ম্যাচ ও সিরিজ সেরা জানেমান মালান ১৭৭* রানের হার না মানা চমৎকার এক ইনিংস উপহার দেন দেশকে। ১২০ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলেন ডি কক।

আইরিশদের হয়ে দুটি উইকেট নেন জশ লিটল।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.১ ওভার শেষে সিমি সিং'র শতক ও কার্টিস ক্যামফারের ফিফটিতে ২৭৬ রান তোলে সবকটি উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড।

সিমি সিং ১০০* রানে অপরাজিত থেকে যান। আট নম্বরে ব্যাট করে ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। দলীয় স্কোরে ৫৪ রান যোগ করেন কার্টিস ক্যামফার।

তিনটি কর উইকেট শিকার করেন তাবরাইজ শামসি ও আনডিলে ফেহলুকওয়েও। দুটি উইকেট গেছে কেশব মহারাজের পকেটে। 

এ সম্পর্কিত আরও খবর