পাকিস্তানের জয়ে ম্লান লিভিংস্টোনের রেকর্ড শতক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 11:22:12

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক ইংল্যান্ডের কাছে আগেই হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। তবে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াতেই ঘুরে দাঁড়াল অতিথি দলটি। বাবর আজমের দল ফিরল জয়ের ধারায়।

রোমাঞ্চমাখা প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের ৩১ রানে হারিয়ে দিয়েছে পাকিস্তান। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

ট্রেন্ট ব্রিজে টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ২৩২ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে পাকিস্তান।

ক্যাপ্টেন বাবর আজম ৮৫ ও ওপেনার মোহাম্মদ রিজওয়ান ৬৩ রানের ইনিংস খেলেন। ইংলিশদের হয়ে দুটি উইকেট নেন টম কারান।

জবাবে দেশের হয়ে লিয়াম লিভিংস্টোনের (১০৩) দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির (৪২ বল) পরও ১৯.২ ওভারে ২০১ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস যাত্রা। 

ম্যাচ সেরা শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খান তিন করে উইকেট শিকার করেন। 

এ সম্পর্কিত আরও খবর