অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। জানা গেল বাংলাদেশ কোন ক্রিকেটারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে। অনেক দেরিতে হলেও ওয়ানডে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
করোনা সতর্কতার অংশ হিসেবে আইসোলেশনে থাকায় একমাত্র টেস্ট খেলতে পারেননি শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলেও ওয়ানডে দলে জায়গা পাননি দুজনে। সুরক্ষা-বলয়ে যোগ দেওয়ার আগে স্বাস্থ্য ও ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে তাদের।
তবে দলে ফিরেছেন সিকান্দার রাজা। অস্থিমজ্জায় সংক্রমণের কারণে গত মার্চ থেকে মাঠের বাইরে দর্শক হয়ে ছিলেন এ অলরাউন্ডার।
১৫ জুলাই, বৃহস্পতিবার ঘোষিত ১৬ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন টাডিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স ও মিল্টন শুম্বা।
টেস্টের মতো একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেইলর।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে হারারেতে শুক্রবার, ১৬ জুলাই দুপুর দেড়টায় প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, টিনাশে কামুনহুকামউই, ওয়েসলি মাধেভেরে, টিমাইসেন মারুমা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বাকে ও ডোনাল্ড টিরিপানো।