আগামীকাল শুক্রবার, ১৬ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে ব্যাট-বল হাতে একদিনের প্রস্তুতিটা ভালোই সেরে নিল টাইগাররা।
হারারের হাইফিল্ডের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ক্যাপ্টেন তামিম ইকবালের ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ।
চোট নিয়ে খেলেও তামিম ৬২ বলে ১১ চার ও ১ ছক্কায় ৬৬ রানের দাপুটে ইনিংস খেলেন।
সঙ্গে মোহাম্মদ মিঠুন ৩৯, সাকিব আল হাসান ৩৭, মোসাদ্দেক হোসেন ৩৬, আফিফ হোসেন ২৮ ও মোহাম্মদ নাঈম ২৫ রান যোগ করেন দলীয় স্কোরে।
জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের হয়ে দুটি করে উইকেট নেন ওয়েসলি মাধেভেরে, তানাকা চিভাঙ্গা ও ফারাজ আকরাম।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪০.১ ওভারে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৮৯ রান তুলতেই আলোর স্বল্পতার কারণে খেলা বাতিল হয়ে যায়।
টাইমাইসিন মারুমা ৫৯* রানে অপরাজিত থেকে যান। সঙ্গে ডিওন মেয়ার্স ৪২ ও সিকান্দার রাজা ২৪ রান যোগ করেন।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন এবাদত হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোসাদ্দেক হোসেন।