বাংলাদেশের বিপক্ষে লাল বলের লড়াইয়ে সময়টা খারাপ কেটেছে রয় কাইয়ার। তার রেশ কাটতে না কাটতেই এবার খারাপ খবর পেলেন জিম্বাবুয়ের এ অফস্পিনিং অলরাউন্ডার। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
করোনা বিধিনিষেধের কারণে আইসিসির স্বীকৃত টেস্টিং সেন্টারে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন না কাইয়া। এ কারণে হারারে টেস্টে কাইয়ার বোলিংয়ের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করবে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। প্যানেল সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করে যেতে পারবেন কাইয়া।
টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৩ ওভার বল করেন কাইয়া। কিন্তু কোনো উইকেট পাননি। ব্যাট হাতে দুই ইনিংসেই সাজঘরে ফেরেন শূন্য রানে। বাংলাদেশ জিতে ২২০ রানে।