সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। তবে একদিনের দ্বিতীয় ম্যাচে এলো ফল। দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।
ওয়ানডে ক্রিকেটে এই প্রথম প্রোটিয়াদের ধরাশায়ী করল আইরিশরা। সপ্তম লড়াইয়ে এলো কাঙ্ক্ষিত জয়। এ জয়ের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড।
ডাবলিনের মালাহাইডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচ সেরা অ্যান্ডি বালবির্নির শতকে পাঁচ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
বালবির্নি খেলেন ১০২ রানের অসাধারণ ইনিংস। হ্যারি টেক্টর ৭৯ ও জর্জ ডকরেল ৪৫ রান যোগ করেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে অ্যান্ডিলে পিহেলুকওয়াও নেন দুই উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে জানেমান মালানের ফিফটি হাঁকানোর পরও দক্ষিণ আফ্রিকা ৪৮.৩ ওভারে ২৪৭ রানে গুটিয়ে যায় সফরকারী প্রোটিয়ারা।
জানেমান মালান খেলেন ৮৪ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস। এক রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন রসি ফন ডার ডুসেন (৪৯)।
আইরিশদের হয়ে দুটি করে উইকেট ফেলেন মার্ক আদাইর, জশ লিটল ও অ্যান্ডি ম্যাকব্রিন।