লঙ্কান টিমে করোনার ছোবলে পিছিয়ে গেছে শ্রীলঙ্কা-ভারত সিরিজ। নতূন সূচি অনুযায়ী সীমিত ওভারের সিরিজ মাঠে গড়াবে ১৮ জুলাই। আগের সূচি অনুযায়ী ১৩ জুলাই থেকে সিরিজ শুরু হওয়ার কথা ছিল।
সিরিজের সঙ্গে এবার পেছাল ম্যাচের সময়ও। নতুন সূচিতে ওয়ানডে ম্যাচ পিছিয়ে গেছে আধঘণ্টা। আর টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে এক ঘণ্টা পরে।
ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটা থেকে। এখন একদিনের ম্যাচ শুরু হবে দুপুর তিনটা থেকে।
অন্য দিকে সন্ধ্যা সাতটা থেকে মাঠে গড়ানোর কথা ছিল টি-টোয়েন্টি। নতুন সূচি বলছে, এখন রাত আটটা থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ।
ইংল্যান্ড থেকে ফিরতেই করোনা হানা দেয় শ্রীলঙ্কা দলে। ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারের পর করোনায় আক্রান্ত হন দলের বিশ্লেষক জিটি নিরোশান। দুজনের শরীরেই পাওয়া যায় করোনার ডেলটা ভেরিয়েন্ট। এ কারণে পিছিয়ে যায় শ্রীলঙ্কা-ভারত সিরিজ।