ওয়ানডে সিরিজে খেলবেন তামিম

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 00:16:54

চিকিৎসক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তামিম ইকবালকে। কিন্তু আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের জন্য প্রয়োজনে পায়ে টেপ পেচিয়ে হলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন তামিম।

মূল ওয়ানডে সিরিজ শুরুর আগে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচে পায়ে টেপ পেচিয়ে খেলার অনুশীলনটাও করে ফেলতে চান তামিম। 

তামিম বলেন, 'আশা করছি ওয়ানডে সিরিজে খেলতে পারব। যতটা নিরাপদে থেকে পারা যায়, চেষ্টা করব সেভাবে খেলার। তারপর খেলার মধ্যে কিছু হয়ে গেলে তো অন্য ব্যাপার। তবে এখন যে অবস্থা, তাতে ম্যানেজ করতে পারব।' 

তবে ওয়ানডে সিরিজে খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম। থাকবেন পুরোপুরি বিশ্রামে। 

তবে পাঁচ দিনের টেস্ট ম্যাচ চলাকালে অলস সময় কাটাননি তামিম। রানিং, স্ট্রেচিং, টুকটাক ক্যাচিং প্র্যাকটিস করেছেন নিয়মিত।

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে খেলার সময় হাঁটুতে চোট পান তামিম। রিপোর্ট দেখে অস্ট্রেলিয়ার চিকিৎসক ডেভিড ইয়াং তামিমকে ৮ থেকে ১০ সপ্তাহ বিশ্রামে রাখার পরামর্শ দেন।

কিন্তু তারপরও জিম্বাবুয়ে সফরে যান তিনি ইনজুরি নিয়েই। দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফের চোট পান তামিম।

এ সম্পর্কিত আরও খবর