হারারে টেস্টে জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৭৬ রান তুলে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে জিম্বাবুয়ে। তবে এখনো ৩০১ রানে পিছিয়ে আফ্রিকার দলটি। পঞ্চম ও শেষ দিনে বল হাতে ছোবল মেরেছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। দুজনেই এখনো পর্যন্ত শিকার করেছেন তিনটি করে উইকেট।
চতুর্থ দিন একটি উইকেট নিয়েছিলেন মিরাজ, তাসকিন ও সাকিব আল হাসান। ২৭* রান নিয়ে এখন ব্যাটিং করে যাচ্ছেন ডোনাল্ড তিরিপানো। ২ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন ভিক্টর নাইউচি। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪০ পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে স্বাগতিক জিম্বাবুয়ে।
সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত’র সেঞ্চুরিতে এক উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুমিনুলের দল লিড নেয় ৪৭৬ রানের। টাইগারদের একমাত্র উইকেটি নেন রিচার্ড এনাগারাভা।
১২৬ ওভারে ১০ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪৬৮ রানের পুঁজি গড়ে টাইগাররা। জবাবে প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।