দুই দিন আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার কথা জানান মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ দিনে এনিয়ে চললো নানা গুঞ্জন। রোববার সকালে হারারে টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরুর আগে সত্যতা মিলল খবরের।
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ালেন। সতীর্থদের করতালি আর অভিবাদনের মাঝে মাঠে ঢুকলেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের শেষ দিনই তারকা এ অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ারের শেষ দিন হয়ে গেল।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও ৩৫ বছরের মাহমুদউল্লাহ দেননি। তবে টেস্টের তৃতীয় দিনেই সতীর্থদের কাছে অবসরের ইচ্ছের কথা জানান তিনি । সতীর্থদের দেওয়া ‘গার্ড অব অনার’ এ আসল খবরের চিত্র ফুটে উঠেছে।
টিভি ধারাভাষ্যকাররাও একই কথাই জানালেন। এই ম্যাচের মধ্য দিয়েই রিয়াদ লাল বলের ক্রিকেটে ফেরেন তিনি দীর্ঘ প্রায় ১৬ মাস পর। ফিরেই খেললেন ১৫০ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস।