জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে বল হাতে প্রথম আঘাতটা হেনেছেন তাসকিন আহমেদ। তারকা এ পেসার ফিরিয়ে দিয়েছেন ওপেনার মিল্টন শুম্বাকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ২৫ রান তুলে চা বিরতিতে গেছে জিম্বাবুয়ে।
এক উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। মুমিনুলের দল এখন ৪৭৬ রানে এগিয়ে। টাইগারদের একমাত্র উইকেটি নিয়েছেন রিচার্ড এনাগারাভা।
দুরন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন উদ্বোধনী বাটসম্যান সাদমান ইসলাম। ১১৫* রান নিয়ে অপরাজিত রয়ে গেছেন তিনি। সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১১৭* রান নিয়ে তিনিও থেকে গেলেন অপরাজিত।
তার আগে দুরন্ত ব্যাটিং করে যাচ্ছিলেন সাইফ হাসান। তবে সাত রানের জন্য ফিফটি মিস করেছেন এ টাইগার ওপেনার। ৪৩ রান নিয়ে সাজঘরে ফিরেছেন এ তারকা ব্যাটসম্যান।
তার আগে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।
১২৬ ওভারে ১০ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪৬৮ রানের পুঁজি গড়ে টাইগাররা। জবাবে প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।