গুঞ্জন রটেছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। শুক্রবার টিম মিটিংয়ে ম্যানেজমেন্টকে এমনটাই নাকি জানিয়েছেন তারকা এ অলরাউন্ডার। দলের একটি সূত্র জানিয়েছে এমনটা
কিন্তু এ নিয়ে মাহমুদউল্লাহ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। বিসিবিও এ নিয়ে এখনো কিছু জানায়নি।
তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ইনজুরির বিষয়টি মাথায় রেখে শেষ দিকে মাহমুদউল্লাহকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়।
দীর্ঘদিন পর ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের একাদশেও জায়গা পান মাহমুদউল্লাহ। সুযোগ পেয়েই তাক লাগিয়ে দেন এ স্টার ক্রিকেটার। আদায় করে নেন দাপুটে এক সেঞ্চুরি। খেলেন নিজের টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস (১৫০*)।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে মৌখিক ও লিখিতভাবে টেস্ট খেলার প্রতিশ্রুতি দিয়েছে গেছেন মাহমুদউল্লাহ।
তবে দলের সূত্র বলছে, অনেক দিন লাল বলের দল থেকে দূরে থাকায় হতাশা আর মান-অভিমানের কারণে এমন সিদ্ধান্তই নিয়েছেন মাহমুদউল্লাহ।
সতীর্থদের মাহমুদউল্লাহ বলেন, ক্যারিয়ারসেরা এ ইনিংসই নাকি তার সিদ্ধান্ত নেওয়ার কাজটা সহজ করে দিয়েছে। টেস্ট ক্রিকেটটা যে তিনি খেলতে পারেন, সেটাই নাকি সবাইকে দেখিয়ে দিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ।