মিরাজ-সাকিবের স্পিন জাদু, টাইগারদের ১৯২ রানের লিড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 05:35:19

মেহেদী হাসান মিরাজ বল হাতে স্পিন জাদু দেখালেন। একাই শিকার করলেন পাঁচ উইকেট। তার সঙ্গে ঘূর্ণি ম্যাজিক উপহার দিলেন সাকিব আল হাসানও।

দুজনের বোলিং স্পিন বিষে দারুণ ব্যাটিংয়ে আভাস দিয়েও প্রথম ইনিংসে ২৭৬ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। সুবাদে প্রথম ইনিংস থেকেই ১৯২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।

অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় দেখিয়ে সেঞ্চুরির পথে হাঁটছিলেন তাকুদওয়ানাশে কাইতানো। কিন্তু ভাগ্যা সহায় হলো না। ব্রেন্ডন টেলরের পর সেঞ্চুরি পেলেন না এ জিম্বাবুয়ের এ ওপেনার। ৮৭ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে ফিরতে হলো তাকে। কাইতানোকে হতাশ করেন মেহেদী হাসান মিরাজ। 

কাইতানোর আগে ৮১ রানের দাপুটে এক ইনিংস খেলেন ক্যাপ্টেন টেলর। ৪১ রান যোগ করেন মিল্টন শুম্বা। ২৭ রান করেন ডিওন মেয়ার্স।

তার আগে ১১৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক জিম্বাবুয়ে। ১২৬ ওভারে ১০ উইকেটে প্রথম ইনিংসে ৪৬৮ রানের পুঁজি গড়ে টাইগাররা। 

এ সম্পর্কিত আরও খবর