সাকিব আল হাসান দ্বিতীয় দিন নিয়েছিলেন এক উইকেট। তৃতীয় দিনে বিশ্ব সেরা এ অলরাউন্ডার নিলেন আরও দুটি উইকেট। বিদায় করে দিয়েছেন ডিওন মেয়ার্স ও টিমাইসেন মারুমাকে।
তাসকিন আহমেদও নিয়েছেন একটি উইকেট। তিনি নিয়েছেন রয় কাইয়ার উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৪৪ রান নিয়ে চা বিরতিতে গেছে জিম্বাবুয়ে। এখনো ২২৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।
তাকুদওয়ানাশে কাইতানো ৮২* রান নিয়ে হাঁটছেন শতকরা পথে। ১০* রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন রেগিস চাকাভা।
তার আগে ১১৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিক জিম্বাবুয়ে। ১২৬ ওভারে ১০ উইকেটে প্রথম ইনিংসে ৪৬৮ রানের পুঁজি গড়ে টাইগাররা।