হারারে টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের পেসার মুজারাবানির শর্ট অফ লেংথ বল ছেড়ে দেন তাসকিন। এ সময় খানিকটা নাচের ভঙ্গিমা দেখান তিনি।
মুজারাবানি তখন কিছু একটা বলেন। কিন্তু জবাব দিতে দেরি করেননি তাসকিন। মুজারাবানির দিকে তেড়ে গিয়ে প্রতিবাদ জানান এ টাইগার পেসার। তাসকিনের হেলমেটের গ্রিলের সঙ্গে মুখ স্পর্শ করে দাঁড়ান মুজারাবানি। চলে কথার যুদ্ধ। ক্রিজে ফিরে যাওয়ার সময় তাসকিন মুজারাবানির দিকে তাকিয়ে থাকেন অগ্নিশর্মা হয়ে।
দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তাসকিন পুরো ঘটনা খুলে বলেন, 'ওদের সব পেসাররা এসে আমাকে আক্রমণ করছিল, বাউন্সার মারছিল। ভালো জায়গায় বল করছিল। আউট করার চেষ্টা করছিল। আমি আসলে ভালোভাবে সামলাচ্ছিলাম। তো বিরক্ত হয়ে বেশ কয়েকবার আমাকে ও (মুজারাবানি) গালিও দিয়েছে।'
তাসকিন আরও জানান, 'তবে তৃতীয়বার যখন গালি দিয়েছে, তখন আমি তেড়ে গিয়েছি। বলেছি যে, আমাকে কেন গালি দিচ্ছো? বোলিং দিয়ে পারলে কিছু করো! এটাই আসলে হয়েছে, তেমন কিছু না।'