ব্যাট হাতে ঝলক দেখাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দাপুটে ব্যাটিংয়ে পেলেন জাদকুরী তিন অঙ্কের দেখা। এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তার সঙ্গে দুরন্ত ব্যাট চালিয়ে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদও। হঠাৎ ব্যাটসম্যান বনে যাওয়া তাসকিন পেয়েছেন চমৎকার এক ফিফটির দেখা। টেস্টে এটি তার প্রথম ফিফটি।
২১৫ বলে ১১ বাউন্ডারি ও এক ছক্কায় ১১২* রান নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এখনো ব্যাটিং চালিয়ে যাচ্ছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। ৮৯ বলে ৮ বাউন্ডারিতে তাসকিন (৫২*) ছুঁয়েছেন অর্ধ-শতক। দলীয় স্কোরে দুজনে মিলে ১৩৪* রানের পার্টনারশিপ গড়ে এখনো ব্যাটিং চালিয়ে যাচ্ছেন দুজনে।
হারারে টেস্টের প্রথম ইনিংসে ১০৭ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৪০৪ রান তুলে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে টাইগাররা।
তার আগে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
প্রথম দিন ৯২ বলে ১৩ চারে ৭০ রানের দাপুটে ক্রিকেটীয় ইনিংস খেলেন ক্যাপ্টেন মুমিনুল হক। তার সঙ্গে লিটন দাস ১৪৭ বলে ১৩ চারে ৯৫ রানের দুর্দান্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলেন।